config

This is my 1st site

Sunday, December 3, 2017

৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ





৩১ জানুয়ারি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ থেকেই এই মহাজাগতিক ঘটনা প্রত্যক্ষ করা যাবে। সেদিন সুপারমুনেরও দেখা মিলবে। একই সঙ্গে সুপারমুন এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে জ্যোতির্বিজ্ঞানীরা দূর্লভ ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন। 
এদিকে আগামী দুই মাসের মধ্যে পৃথিবী তিনটি সুপারমুন দেখতে পাবে। এর মধ্যে প্রথমটি iweevi রাতে দেখা ‡M‡Q। এছাড়াও আগামী বছরের ২ জানুয়ারি  এবং ৩১ জানুয়ারি সুপারমুন প্রত্যক্ষ করা যাবে। 
নাসার বিজ্ঞানীদের ভাষ্য, এই সুপার মুন দেখার সুযোগ আমরা খুব কম পাই। আর একই দিনে সুপার মুন আর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ-এর ঘটনাকে বিরলই বলা যায়।
গ্রহণ শেষ হওয়ার পর ছায়ার আড়াল থেকে বেরিয়ে আসা চাঁদের উজ্জ্বলতা হবে নজরকাড়া। ৩০ শতাংশ বাড়বে উজ্জ্বলতা। ১৪ শতাংশ বেশি বড় দেখাবে চাঁদকে।

No comments:

Post a Comment

শুধু মানুষ নয় ওরাও ভালোবাসায় উপহার দেয়।

সমুদ্রের ঢেউ কাটিয়ে কখনও শূন্যে লাফিয়ে ওঠা , কখনও এক ডুবে বেশ জলকেলি। নাচের সঙ্গে চলে শিস দিয়ে গানও। সমুদ্রবিজ্ঞা...